বিশেষ প্রতিনিধি,
সাংবাদিক বৈঠক করে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে দাবি করলেন, ‘‘দু’একটা বিক্ষিপ্ত ছোট ঘটনা ছাড়া এখনও পর্যন্ত বড় ধরণের কোনও ঘটনা ঘটেনি! মানুষ শান্তিপূর্ণভাবেই ভোট দিচ্ছে৷ বরং বিজেপির হামলায় আমাদের এক কর্মী মারা গিয়েছেন৷’’ দাবি করেছেন, ‘‘কেউ বোমা বানাতে গিয়ে মরেছে৷ বিরোধীরা নাকি বলছে তাদের স্বামী-স্ত্রীকে হত্যা করা হয়েছে৷ পরিকল্পনা মাফিকভাবে বিরোধীরা নির্বাচনে অংশগ্রহণ না করে কিভাবে নির্বাচনকে কলঙ্কিত করা যায় সেই চেষ্টা চলছে বিজেপির নেতৃত্বে এবং কংগ্রেস, সিপিএম তাদের সাহায্য করছে৷ এটা অত্যন্ত দুঃখের৷’’
ছোটখাটো গোলমালের খবর এলেই প্রশাসন দ্রুত সেখানে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে জানিয়ে কমিশনের ভূমিকা সম্পর্কেও সন্তোষ প্রকাশ করে তৃণমূলের মহাসচিব দাবি করেছেন, ‘‘বিগতদিনে বামফ্রন্টের আমলে চিন্তা করে দেখুন পঞ্চায়েত নির্বাচন কিভাবে রক্তস্নাত হয়েছে৷’’
তবে এদিন সারাদিন ধরেই বেশ কয়েকজন রাজনৈতিক কর্মীর প্রাণহানির খবর এসেছে৷ মুশির্দাবাদ,নদীয়া, দুই চব্বিশপরগনা, দক্ষিণ দিনাজপুর, নদীয়া, পশ্চিম মেদিনীপুর একের পর এক জেলা থেকে আসতে শুরু করেছে বোমা-গুলির জেরে প্রাণহানির খবর৷ একাধিক বুথ দখলের খবর এসেছে৷ বুথ দখলকে কেন্দ্র করে গুলি-বোমাবাজিতে বহু মানুষ আহত হয়েছেন৷
সবমিলিয়ে বেলা যত গড়িয়েছে ততই রক্তাক্ত হয়েছে বাংলার ভোট৷ তবে পার্থবাবুর মতে ‘বিক্ষিপ্ত ছোট ঘটনা, বড় ধরণের কোনও ঘটনা ঘটেনি’ এই ভোটে৷
Be the first to comment