রফিকুল জামাদার (রিপোর্টার) –
আজ রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নিয়ে তৃণমূল মহাসচিব বলললেন, আজকে আমাদের রাজ্যের পঞ্চায়েত নির্বাচন সময় অনুসারে শেষ হয়েছে তৃণমূলের পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচনে ভোটার তাঁদের ভোট দিয়েছেন বলে তাদের অভিনন্দন জানাই। আমরা যেভাবে ৩৬৫ দিন বাংলার উন্ননয়নের পক্ষে কাজ করেছি আমরা আজ নির্বাচনের দিন মানুষের মধ্যে উন্মাদনা দেখেছি। কিছু বিক্ষিপ্তও ঘটনা ঘটেছে , কিন্তু সব আশঙ্কা কে মিথ্যা প্রমাণিত করেছে ভোট শান্তিপূর্ণ হয়েছে , কিছু ঘটনা যে ঘটেছে তা তৃণমূল দল হিসেবে এটা চাই না এবং সমর্থনও করে না. প্রশাসন শক্ত হাতে মোকাবিলা করেছে , কমিশন মাথা ঠান্ডা রেখেছে যতটা সম্ভব , আমাদের কর্মীরাই মার খেয়েছে আজকের ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে তার বেশিভাগ তৃণমূলের ৬ জন। বিরোধীরা যারা বলছেন তাদের দলের লোক সেটা ভিত্তিহীন এবং অসত্য অভিযোগ বাড়িতে আগুন লেগে মেরে ফেলা হয়েছে সেটাও মিথ্যা কথা আমরা মনে করি কোনো মৃত্যু , রক্তপাত গনত্রান্তিক আন্দোলনে বা গণতান্ত্রিক ভাবে ভোটার সময় কাম্য নয়, কোনো রাজনৈতিক দলের কর্মীদের মৃত্যু কাম্য নয়
বিজেপি নোংরা খেলা খেলছে অসম, ঝাড়খন্ড এবং বাংলাদেশ থেকে তাদের সমর্থকদের নিয়ে আসে সীমান্তযবর্তী এলাকায় ভোট নিজেদের দিকে প্রভাবিত করার চষ্টা করছেন , এই কাজে কেন্দ্রীয় সরকারের বিএসএফ ও হেল্প করছে বিজেপি কে, তাদের ভোটারদের প্রভাবিত করার কাজে লাগানো হচ্ছে সব মিলিয়ে নির্বাচন কমিশনকে আমরা 50 টা চিঠি, অভিযোগ জানিয়েছি উলুবেড়িয়া, বেলডাঙা এলাকায় বিজেপি দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বাধানোর চষ্টা চক্রান্ত করেছিল কিন্তু এটা ভালো যে আম জনতা সেখানকার সেটা হতে দেয় নি আমাদের লোকেরা অনেক জায়গায় অনেক মার খেয়েও দলেল কথা শুনে সহিষ্ণুতার পরিচয় দিয়েছে আজকের ভোটে সিপিএম , কংগ্রেস এবং বিজেপি সব আদর্শ ভুলে অনেক জায়গায় তৃণমূলের বিরুদ্ধে এক হয়েছে , এই বোঝাপড়া বহুদিন ধরেই চলছে সেটা আজ প্রমাণিত হলো আমরা রাজ্য প্রশাসন এবং পুলিশ কে অসীম ধর্য্য এবং যোগ্যতার সঙ্গে ভোট ভালো করে পরিচালনার জন্য ধন্যবাদ জানাই আমরা প্রথম থেকেই ভোটে চেয়েছিলাম , আমরা গুলি বোমা চাই না, বাংলার জনগণের উপর আমার পূর্ণ আস্থা আছে
২০০৩ সালে ১১১ জন পঞ্চায়েত ভোটার সময় খুন হয়েছিলেন এই সংখ্যা দেখলেই বোঝা যাই মমতা ব্যানার্জী কতটা সচেষ্টও ছিলেন। নির্বাচন কমিশন ভাল কাজ করেছে, প্রশাসনও নির্বাচন কমিশনকে খুব হেল্প করেছে।
Be the first to comment