দিলীপ ঘোষ মানসিক ভারসাম্যহীনদের নেতাঃ পার্থ চট্টোপাধ্যায়

Spread the love

পশ্চিমবঙ্গকে দেশদ্রোহীদের গড় বলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর এই মন্তব্যের পর কড়া সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এই মন্তব্যের জেরে দিলীপবাবুকেই মানসিক ভারসাম্যহীন বলে উল্লেখ করেন তৃণমূল মহাসচিব। তিনি বলেন, আমি তো ভাবছি দেশদ্রোহীর সংখ্যা নয়। সংখ্যা বাড়ছে মানসিক ভারসাম্যহীন লোকের। আর তাঁদের নেতৃত্ব দিচ্ছেন দিলীপবাবু নিজেই।

খড়গপুরে এক সভায় মঙ্গলবার দিলীপ ঘোষ বলেন, বন্দেমাতরম বা জয় হিন্দের স্লোগানের পরিবর্তে কেউ যদি পাকিস্তান জিন্দাবাদ বলে, তা হলে মনে হবে পশ্চিমবঙ্গ দেশদ্রোহীদের গড় হয়ে উঠেছে। দিলীপ ঘোষের এই ধরনের মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য-রাজনীতিতে সমালোচনার ঝড় উঠেছে। দু’দিন আগেই দিলীপবাবু গুলি করে মারার নিদান দিয়েছিলেন। তাঁর সেই মন্তব্য নিয়ে তুমুল হইচই হয়। দিলীপবাবুর মন্তব্যের সমালোচনা করেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

মমতা বন্দ্যোপাধ্যায়সহ রাজ্যের বিরোধী দলের নেতারা তাঁর বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেন। মঙ্গলবার আবারও দিলীপ ঘোষ বিতর্কিত মন্তব্য করেন। তিনি বাংলাকে “সবথেকে বড় দেশদ্রোহীর গড়” বলেন। তাঁর এই মন্তব্যের পরই কড়া সমালোচনা করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, কোনটা দেশপ্রেম ওদের কাছে শিখতে হবে না। প্রত্যেকেরই পরিণত বয়স হয়েছে। পরিণত কথা বলি। পরিণত সংস্কৃত চর্চা করি। না পারলে চুপচাপ থাকি।

এমনকী, রাজ্যপালের নাম না করে তিনি বলেন সব ঘটনায় ডাকতে হবে এমন লোকও আছেন। পার্থবাবু বলেন, এই রাজ্যে কাদের আখড়া গড়ে উঠেছে সেটা আমরা ভালোমতো জানি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*