জীবন বিপন্ন করে তুলেছে, এর উত্তরও পাচ্ছে; কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন পার্থ চট্টোপাধ্যায়

Spread the love

ফের ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ায় ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা। এবার এই নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, শুধু গ্যাসের দাম বৃদ্ধিই নয়, জীবনের সর্বস্তরেই বিপন্নতা করছে। তারা এর উত্তরও পাচ্ছে। ২০১৯-এর পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে সব গুলিতেই ধরাশায়ী হয়েছে।

কলকাতা, চেন্নাইয়ে সিলিন্ডার পিছু গ্যাসের দাম বাড়ছে যথাক্রমে ১৪৯ ও ১৪৭ টাকা। দিল্লি ও মুম্বইয়ে বাড়ছে ১৪৪.৫০ ও ১৪৫ টাকা। এই নিয়ে টানা ছ’বার দাম বাড়ল রান্নার গ্যাসের। এরপরই সরব হয়েছে বিভিন্ন মহল। গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে পার্থবাবু বলেন, সাধারণ মানুষের সমস্যাগুলি নিয়ে মুখ্যমন্ত্রী একমাত্র লড়ছেন। তিনি সবাইকে নিয়ে লড়াই করার চেষ্টা করছেন। সবাই তো তাঁকে বিদ্ধ করার চেষ্টা করছে। যারা ১৫০টাকা গ্যাসের দাম বাড়াচ্ছে, তারা মানুষের জীবনের সর্বস্তরে বিপন্নতা করছে।

এদিকে, CAA, NRC নিয়ে প্রচার করতে রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কটাক্ষ, সবাইকে নিয়ে আসুন। ঢাক-ঢোল বাজিয়ে নিয়ে আসুন।


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*