নবম-দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের ক্লাস হবে দূরদর্শনের মাধ্যমে: পার্থ চট্টোপাধ্যায়

Spread the love

গতকালই রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেছিলেন, প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সবাইকে পাশ করানো হবে। শুক্রবার শিক্ষা দফতর সিদ্ধান্ত নিল নবম-দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের ক্লাস করানো হবে হবে টেলিভিশনের মাধ্যমে।

করোনা পরিস্থিতির জন্য ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত বাংলা দূরদর্শনে ক্লাস নাইন থেকে টুয়েলভের ছেলে-মেয়েরা ‘ভার্চুয়াল ক্লাস’ পাবে। বিকেল চারটে থেকে পাঁচটা পর্যন্ত হবে ওই ক্লাস। তবে কোন তারিখে কোন ক্লাসের কী বিষয় পড়ানো হবে তার বিস্তারিত তথ্য দু’-একদিনের মধ্যেই বাংলার শিক্ষা পোর্টালে পাওয়া যাবে। কোনও ছাত্র-ছাত্রী চাইলে শিক্ষা দফতরের হেল্প লাইন নম্বরে ফোন করেও বিস্তারিত তথ্য জানতে পারে। সেই হেল্পলাইন নম্বর হল- ১৮০০১০২৮০১৪।

পার্থবাবু এদিন আরও জানিয়েছেন, ক্লাস এইট পর্যন্ত ছাত্র-ছাত্রীদের হোম টাস্ক দেওয়া হবে। বাংলার শিক্ষা পোর্টালে বিষয় অনুযায়ী হোম টাস্ক দেওয়া হবে। স্কুল খোলার পর শিক্ষকদের তা দেখাতে হবে প্রতিটি ছাত্র-ছাত্রীকে।

গতকাল শিক্ষামন্ত্রীর ঘোষণার পর শিক্ষা মহলের অনেকেই বলেছিলেন, এই সিদ্ধান্তে অনেক-ছাত্রছাত্রী বিষয়টাকে হালকা ভাবে নিতে পারে। তারা যদি জেনেই যায় এমনিই পরের ক্লাসে উঠে যাবে তাহলে সারা বছর সেই উদ্যম নিয়ে পড়াশোনা করবে না। অনেকের মতে, সেসব কোথা বিবেচনা করেই ক্লাস এইট পর্যন্ত ছাত্রছাত্রীদের হোম টাস্কের সিদ্ধান্ত নিল সরকার।

তবে নবম-দ্বাদশ শ্রেণির ছেলে-মেয়েরা ইমেল এবং হোয়াটস অ্যাপের মাধ্যমে প্রশ্ন করতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সেই ইমেল আইডি বা হোয়াটস অ্যাপ নম্বরও দেওয়া হবে বাংলার শিক্ষা পোর্টালে।

এদিন কী বললেন শিক্ষামন্ত্রী?

শুনুন!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*