দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় প্রথম দশের মধ্যে স্থান করে নিয়েছে রাজ্যের কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের র্যাঙ্কিং বা এনআইআরএফ-এর (NIRF Ranking) তালিকা অনুযায়ী, দেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং সপ্তম স্থানে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়।
রাজ্যের শিক্ষা মানচিত্রের এই উন্নয়নে গর্বিত শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি এবিষয়ে টুইটারে লেখেন, আমি অত্যন্ত গর্বিত যে এই কথাটি বলতে পেরে যে সারা দেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রাজ্য সরকার পরিচালিত দু’টি বিশ্ববিদ্যালয় রয়েছে। পঞ্চম স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং সপ্তম স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এটা প্রমাণ করছে যে বাংলায় যুব সম্প্রদায়ের শিক্ষার মান কতটা উন্নত হয়েছে।
নিজের টুইটের সঙ্গে কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রকের ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ) প্রকাশিত র্যাঙ্কিংয়ের তালিকাটিও জুড়ে দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
Be the first to comment