পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে আজ ফের বিশেষ আদালতে তোলা হবে । শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি হেফাজতে আছেন পার্থ ও অর্পিতা। এদিন ইডি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে তাঁদের।
কোর্টে তোলার আগে হবে পার্থ ও অর্পিতার স্বাস্থ্যপরীক্ষা। দু’জনকেই নিয়ে যাওয়া হবে জোকা ইএসআই হাসপাতালে। ইডি সূত্রে খবর, আজ জেল হেফাজতের আবেদন জানানো হতে পারে। তদন্তে অর্পিতা সহযোগিতা করলেও, জেরায় সহযোগিতা করেননি পার্থ। আদালতে একথা জানাতে পারে কেন্দ্রীয় এজেন্সি।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে দু’সপ্তাহ আগে গ্রেফতার করে ইডি। প্রথম দফার ১১ দিনের ইডি হেফাজত হয় তাঁদের। দ্বিতীয় দফায় ৩ দিনে ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। পার্থের বান্ধবী অর্পিতার দু’টি ফ্ল্যাট মিলিয়ে৫০ কোটিরও বেশি টাকা উদ্ধার করেছে ইডি৷
যদিও দু’জনের দাবি, ওই টাকা তাঁদের নয়৷ পার্থ চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমের কাছে দাবি করেন, তিনি ষড়যন্ত্রের শিকার৷ ওই টাকা তাঁর নয়৷
সূত্রের খবর, ইডির কাছে জেরাতেও পার্থ টাকার ব্যাপারে মুখ খুলতে চাননি৷ উল্টে তদন্তকারীদের অভিযোগ, প্রাক্তন শিক্ষামন্ত্রী তদন্তকে বিপথে চালিত করার চেষ্টা করছেন৷ অর্পিতা যাও বা একটু আধটু মুখ খুলছেন, পার্থ চট্টোপাধ্যায় তদন্তে এতটুকুও সাহায্য করছেন না বলে অভিযোগ৷ সুনির্দিষ্ট নথি থাকা সত্ত্বেও পার্থ কিছু বলছেন না৷ পার্থ ও অর্পিতার নামে বহু সম্পত্তির হদিশ পেয়েছে ইডি।
এখনও পর্যন্ত অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ ৫৯ কোটি ৮৮ লক্ষ টাকা পাওয়া গিয়েছে৷ এছাড়াও ফ্ল্যাট, জমি, গয়না সহ বহু সম্পত্তির হদিশ মিলেছে।
Be the first to comment