ইডির নজরে এবার পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের সংস্থা ইচ্ছে এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড৷ এই সংস্থার দলিল উদ্ধার হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে৷ সংস্থার রেজিস্টার্ড ঠিকানা হল, ৯৮ রাজডাঙা রোড৷
ইডি সূত্রের খবর, এর দুই অধিকর্তা হলেন অর্পিতা নিজে এবং কল্যাণ ধর নামে এক ব্যক্তি৷ কে এই কল্যাণ ধর তা ইডির তদন্তকারীরা খুঁজে বের করতে চান৷ এই সংস্থার সঙ্গে পার্থর কোনও আর্থিক যোগাযোগ রয়েছে কি না খোঁজ চলছে তাও৷
মঙ্গলবার সকাল থেকে ইডির তদন্তকারীরা আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করে অর্পিতা এবং পার্থকে৷ বেলা দশটা নাগাদ অর্পিতাকে একটি ঘরে বসিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন ইডি অফিসাররা৷ ৬ জনের একটি দল দীর্ঘ প্রশ্নমালা নিয়ে বসেন৷ দলে ছিলেন এক মহিলা অফিসারও৷
সূত্রের খবর, অর্পিতার কাছে জানতে চাওয়া হয় পার্থর সঙ্গে তাঁর সম্পর্ক কতদিনের? নাকতলা উদয়ন সংঘের পুজোর সঙ্গে তাঁর কতদিনের যোগাযোগ? ওই পুজোর ব্র্যান্ড অফিসার হিসেবে কত টাকার চুক্তি হয়েছিল? সেই চুক্তির কোনও কাগজপত্র আছে কি না তদন্তকারীরা তাও জানতে চান৷ যে বিপুল পরিমাণ টাকা টালিগঞ্জের অভিজাত ফ্ল্যাট থেকে পাওয়া গিয়েছে, সেই টাকা কোথা থেকে এল, বারবারই এই প্রশ্নের সম্মুখীন হতে হয় অর্পিতাকে৷
ইডি সূত্রের খবর, অনেক প্রশ্নেরই উত্তর অর্পিতা এড়িয়ে গিয়েছেন৷ তবে কিছু প্রশ্নের আবার ঠিকঠাক জবাব দিয়েছেন৷ তাঁকে জিজ্ঞাসা করা হয়, দুপুরে কী খাবেন? তাঁর অনুমতি নিয়ে ভাত, রুটি, ডাল ও সবজি এবং ডিম দেওয়া হয় লাঞ্চে৷ লাঞ্চের পর কিছুক্ষণ বিরতি নিয়ে ফের দুটি ঘরে দু’জনের জিজ্ঞাসাবাদ শুরু হয়৷
দ্বিতীয় দফায় অর্পিতার কাছে জানতে চাওয়া হয়, পার্থ চট্টোপাধ্যায় কখনও তাঁকে আর্থিক সাহায্য করেছিলেন কি না? চাকরি পাইয়ে দেওয়ার ব্যাপারে তাঁর সঙ্গে কোনও আর্থিক লেনদেন হয়েছে কি না? তিনি নিয়মিত আয়কর রিটার্ন জমা দিতেন কি না জানতে চাওয়া হয় তাও৷ অর্পিতাকে প্রশ্ন করা হয়, তাঁর ক’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে৷ এই পর্বেও তিনি সব প্রশ্নের উত্তর দেননি বলেই ইডি সূত্রে খবর৷
Be the first to comment