শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। গতকালই বৈশাখী জানান তিনি পদত্যাগপত্র দিতে চান পার্থ চট্টোপাধ্যায়ের কাছেই। আর সেই মতোই আজ তিনি পার্থবাবুর বাড়িতে গেছেন বলে সূত্রের খবর থেকে জানা যায়।
শুক্রবার তিনি এক গুচ্ছ অভিযোগ নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে নিজের ইস্তফা পত্র নিয়ে হাজির হন। শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে সাংবাদিকদের বৈশাখী জানান, তাঁর ইস্তফা পত্র এখনই গ্রহণ করেননি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, তাঁর পদত্যাগ পত্রের শুরুতে একগুচ্ছ অভিযোগ জানিয়েছেন শিক্ষামন্ত্রীকে। যার প্রধান বিষয়ই হল ধর্মীয় কারণে কোনও ব্যক্তিকে অহেতুক হয়রানি না করা হয় তা দেখা দরকার প্রশাসনের।
বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন তাঁর কথা শুনে শিক্ষামন্ত্রী একটি উচ্চপর্যায় তদন্তের আশ্বাস দিয়েছেন। সেই কারণেই এখন তাঁর ইস্তফা তিনি গ্রহণ না করে তদন্ত ও তার ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে আনুরোধ করেছেন। যদিও মিল্লি আল আমিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা বৈশাখী বন্দ্যোপাধ্যায় এখনই কলেজে যাবেন না বলেই এদিন স্পষ্ট জানিয়েছেন।
যদিও বুধবার সকালে তিনি নিজেই ফোন করে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন। তারপরই এদিন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করে নিজের ইস্তফা দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
এদিন কী বললেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়?
শুনুন!
Be the first to comment