পার্শ্ব শিক্ষকদের জন্য সুখবর। তাঁদের দাবি দাওয়া মেটাতে অথবা যেকোনও ধরনের আলাপ আলোচনা করতে নির্দিষ্ট একটি কমিটি তৈরী হল। তৃণমূল কংগ্রেসের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বুধবার, ১৫ই নভেম্বর এক সাংবাদিক সম্মেলন করে জানান এতদিন পার্শ্ব শিক্ষকরা একক ভাবে অথবা বিভিন্ন সংগঠনের মাধ্যমে তাঁদের সমস্যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছেন। তাঁরা একথাও জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে তাঁরা তৃণমূল কংগ্রেস দলের সৈনিক হিসাবে কাজ করতে চান। তাঁদের দাবি মতো পার্শ্ব শিক্ষকদের একটি সংগঠন তৈরী করা হ্য়। এই পার্শ্ব শিক্ষকদের অনুরোধে পার্থ চট্টোপাধ্যায় সংগঠনের নামকরন করেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস পার্শ্ব শিক্ষক সমিতি। এর হেড কোয়ার্টার হল তৃণমূল কংগ্রেস ভবন। প্রাথমিক ভাবে ৩০জনকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। গোপাল দেবনাথ ও রোমিউল ইসলাম শেখ হচ্ছেন এই কমিটির আহ্বায়ক। শীঘ্রই এই সমিতির রাজ্য সম্মেলন হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। মোট ৪৮ হাজার জন পার্শ্ব শিক্ষক আছেন। পার্থবাবু এও বলেন বিভিন্ন ভাবে বিভক্ত থাকলে স্বার্থ সুরক্ষিত থাকেনা। এটি একটি সাধু উদ্যোগ।
Be the first to comment