রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে নয়া পদক্ষেপ রাজ্য সরকারের ৷ স্কুল এবং কলেজের শিক্ষক-শিক্ষিকারা দেরীতে ঢোকেন স্কুলে ৷ এমনকী, নির্ধারিত সময়ের আগেই স্কুল থেকে বেরিয়ে যান তাঁরা ৷ এহেন একাধিক অভিযোগের ভিত্তিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার ৷
সাংবাদিক সম্মেলন করে পার্থ চট্টোপাধ্যায় বলেন, স্কুল এবং কলেজের শিক্ষক-শিক্ষিকাদের শৃঙ্খলাবদ্ধ করতে কমিটি গঠন হবে ৷ সেই কমিটিই তৈরি করবে একটি বিশেষ রিপোর্ট ৷ তারাই শিক্ষক-শিক্ষিকাদের গাফিলতিগুলি সমস্ত নথিভুক্ত করবে ৷ সেই রিপোর্টের ভিত্তিতে কড়া পদক্ষেপ গ্রহণ করবে রাজ্য সরকার ৷ এমনটাই জানালেন পার্থবাবু ৷
অন্যদিকে, রাজ্যের শিক্ষাব্যবস্থায় পাশ-ফেল ফিরিয়ে আনা নিয়ে কেন্দ্রের সঙ্গে বিতর্ক চরম বিবাদে রাজ্য সরকার ৷ পঞ্চম থেকে অষ্টম শ্রেণিতে পাশ-ফেল ফেরাতে সুপারিশ করে স্কুল শিক্ষা দফতরের কাছে ইতিমধ্যেই রিপোর্ট দিয়েছে পাশ-ফেল কমিটি। ৩৪ পাতার রিপোর্টে বছরে তিনটি পরীক্ষা নেওয়ার সঙ্গে শিক্ষকদের বিশেষ ভূমিকার কথা উল্লেখ করেছিল পাশ-ফেল কমিটি ৷
এরপরই কেন্দ্র প্রস্তাব দেয় কোনও পড়ুয়া ফেল করলে তার একটি বছর যাতে নষ্ট না হয় তাকে তিন মাস সময় দেওয়া হোক। তবে এই পাশ-ফেল কমিটি সময় দিতে নারাজ ৷ এরপর থেকেই পাশ-ফেল নিয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছে কেন্দ্র ৷ সেই নিয়েই কেন্দ্রকে বিঁধলেন পার্থ চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন, পাশ-ফেল ফিরিয়ে আনার জন্য অনেকবার চিঠি দিয়েছি ৷ কিন্তু কেন্দ্র কেন চুপ ? কেন কেন্দ্র এই নিয়ে কোনও পদক্ষেপ নিচ্ছে না ? এই নিয়ে প্রশ্ন তুলেছেন পার্থ চট্টোপাধ্যায় ৷
Be the first to comment