পিয়ালি আচার্য,
শনিবার ২৭শে এপ্রিল ২০১৯ প্রেস ক্লাবে দুটি মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়৷ প্রথমটি ছিলো সিপিআইএমের রাজ্য সম্পাদক সূযকান্ত মিশ্রের, এবং পরেরটি ছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের। এর আগে সিপিএমের পক্ষ থেকে মহাম্মদ সেলিম অভিযোগ করতেন মোদীভাই ও দিদিভাই এক, সূযকান্ত মিশ্র আজ একই সুরে বলেন তৃণমূল আর বিজেপির মধ্যে সিট ভাগাভাগি হয়েছে দুই দলকেই হটানো দরকার।
এরপরই মিট দ্য প্রেসে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পার্থ চট্টোপাধ্যায় বলেন, এটি একটি অদ্ভুত অভিযোগ, আসলে সিপিএম দেউলিয়া হয়ে গেছে এর থেকেই প্রমাণিত হয়। ২০১৯-এ সিপিএমে ধস নেমেছে, ওদের নেতা নেত্রীরাই তো বিজেপিতে নাম লিখিয়েছেন। খগেন মুর্মু, মাফুজা খাতুন আপনারা আর কত উদাহরণ চান?
সূর্যবাবুর উদ্দেশ্যে পার্থবাবু বলেন উনি চেষ্টা করুক নিজের দলকে সামলানোর ও সত্যিকারের মেহনাতি মানুষের দল হিসাবে হিসাবে তুলে ধরার। এছাড়াও পার্থবাবু বলেন, এবারের নির্বাচন শুধুমাত্র ক্ষমতা দখলের লড়াই নয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ কিভাবে চলবে, দেশের অখন্ডতা রক্ষার লড়াই হলো এবারের নির্বাচন। সব জাতি,বর্ণ একসাথে থাকতে পারবে এবং জনস্বার্থ বিরোধী নীতি প্রয়োগ হবেনা সেটা নিশ্চিত করতেই এই লড়াই। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুর মিলিয়ে পার্থবাবু বলেন রাজ্যে ৪২শে ৪২টা আসনই পাবে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রণীত উন্নয়নের ফলে কারোর কোনো অসুবিধা হবেনা বলেই জানান পার্থবাবু এবং একথাও বলেন কোনো বিরোধী নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে চ্যালেঞ্জ করতে পারেননি।
দেখুন ছবি!
Be the first to comment