ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নতুন মূর্তি তৈরি করবে রাজ্য সরকার এবং তা বিদ্যাসাগর কলেজেই বসানো হবে। শুক্রবার একথাই বলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উল্লেখ্য, মঙ্গলবার কলকাতায় অমিত শাহের রোড শোকে কেন্দ্র ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিদ্যাসাগর কলেজের সামনে উত্তেজনা ভয়াবহ আকার নেয়। ভেঙে ফেলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি। সেই দায় কার, তা নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে চাপানউতোর শুরু হয়। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে মূর্তি ভাঙার অভিযোগ তোলে।
শুক্রবার সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী বলেন, গেরুয়া উত্তরীয় পড়া কয়েকজন মূর্তি ভেঙেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি নতুন ভাবে তৈরি করবে রাজ্য। পাশাপাশি, তাঁর ব্যবহৃত সামগ্রী নিয়ে সংগ্রহশালা তৈরি হবে।
Be the first to comment