দলীয় কর্মী থেকে নেতৃত্ব কে বলেছি যে সংগঠন কে জোরদার করতে হবে,মানুষের কাছে ছিলাম মানুষের কাছে থাকতে হবে। মানুষ যদি কখনও ভুল বুঝে থাকেন তাদের সেই ভুল ভাঙাতে হবে। বুধবার ঝাড়গ্রামে দলীয় নেতা ও কর্মীদের এমনই বার্তা দিয়ে গেলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি আরো জানান বিজেপির অনেক চক্রান্ত চলছে সেই চক্রান্ত করে তো কোন লাভ নেই, এখানে পতাকা উড়ছে তৃণমূলের। কাজের ভিত্তিতে উন্নয়নের ভিত্তিতে বুথে বুথে এগুলোকে কেউ টার্নিশ করতে পারবেনা।
রাজ্যের সদ্যসমাপ্ত শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে রাজ্য জুড়ে শাসক দলের একাধিপত্য বিস্তার সকলেরই জানা। কিন্তু তা সত্ত্বেও কিছু জেলায় দলের খারাপ ফল যে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তা বলাই বাহুল্য। যার মধ্যে অন্যতম ঝাড়গ্রাম। যেখানে বিজেপির কাছে তৃণমূলের একাধিক দলীয় নেতৃত্বের পরাজয়ের খবর মিলেছে। তাই নেতা কর্মিদের কাছে ঝাড়গ্রামে বিজেপির উত্থানের কারন খুজতেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঝাড়গ্রাম সফর, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
বুধবার ঝাড়গ্রাম জেলায় পঞ্চায়েতের ফলাফল নিয়ে মূল্যায়ন ও বিশ্লেষন মিটিং এ শিক্ষামন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী সাধন পান্ডে ও জেলার মন্ত্রী চূড়ামনী মাহাত এছাড়াও ছিলেন ঝাড়গ্রাম জেলার বাকি তিন বিধায়ক, জেলার ৮ টি ব্লক সভাপতি ছাড়াও দলীয় নেতৃত্ব ও কর্মীরা।
Be the first to comment