বিজেপির প্ররোচনাতেই সন্দেশখালিতে সংঘর্ষঃ পার্থ চট্টোপাধ্যায়

Spread the love

সন্দেশখালির গোটা ঘটনার জন্য বিজেপিকেই কাঠগড়ায় তুললেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সন্দেশখালির সংঘর্ষের ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলে পার্থবাবুর দাবি, যারা উস্কানি দিচ্ছে তারাই রক্তপাত ঘটাচ্ছে। আমাদের দায়িত্ব মাথা ঠান্ডা করে রাজ্যের মানুষের পাশে দাঁড়ানো । একইসঙ্গে তাঁর দাবি ক্ষমতায়নের লোভে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার অবনতি ঘটছে।

রবিবার তৃণমূলের মহাসচিব দাবি করেন বিজেপি পরিকল্পনা করেই তৃণমূল কর্মীদের খুন করেছে। তাঁদের চক্রান্ত করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। একইসঙ্গে তিনি জানান, শান্তিপূর্ণভাবে ও অহিংস পথে গোটা ঘটনার প্রতিবাদ-প্রতিরোধ করা হবে।

উল্লেখ্য, শনিবার সন্দেশখালির ন্যাজাটে তৃণমূল বিজেপি সংঘর্ষে মৃত্যু হয় ৪ জনের । যদিও মৃত্যুর প্রকৃত সংখ্যা নিয়ে ধন্দ চরমে । বিজেপির দাবি, তাঁদের ৫ কর্মীকে খুন করেছে তৃণমূল। যদিও পুলিশের রিপোর্টে সম্পূর্ণ অন্য কথা বলা হয়েছে। পুলিশ জানাচ্ছে, সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে । এরমধ্য ২জন বিজেপি কর্মী, একজন এলাকায় তৃণমূল করেন । গোটা ঘটনার রিপোর্ট চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। আজকের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ।

এই পরিস্থিতি আগামিকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। রাজনৈতিক মহলের খবর, সেই বৈঠকে সবথেকে বেশি গুরুত্ব পেতে পারে সন্দেশখালি প্রসঙ্গ।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন পার্থ চট্টোপাধ্যায়?

শুনুন!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*