কর্মবিরতি বন্ধ করে আন্দোলনকারী ডাক্তারদের কর্মে ফেরার আবেদন জানালেন পার্থ চট্টোপাধ্যায়

Spread the love

মাসানুর রহমান,

এনআরএস কান্ডে প্রায় ৮৭ ঘন্টা কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। এদিকে এনআরএস সহ রাজ্যের একাধিক মেডিকেল কলেজে ও হাসপাতালে বন্ধ আউটডোর, কোনোরকমে চলছে জরুরী বিভাগ। গতকাল এসএসকেএমে গিয়ে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ আবারও সকল ডাক্তারের উদ্দেশ্যে মানবিক আবেদন জানান রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। স্যোশাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, “আমি আন্দোলনকারী আমার ছোট ছোট ডাক্তার বন্ধুদের কাছে আন্তরিকভাবে অনুরোধ জানাই যতই ভুল-বোঝাবুঝি হোক না কেন মানুষের উপর বিশ্বাস রাখো আমি নিজেও ছাত্র রাজনীতি করে পরে বড় পদে আসীন হয়েও মনে হয়েছে আমাদের সকলের যেন নিজের পেশায় নিযুক্ত থেকেও মানুষের সেবায় আত্ম নিয়োজিত থাকি। আমি জানি তোমরা সেই পথে বিশ্বাস করো মানুষের সেবা যাতে হাসপাতালগুলোতে হয় সেদিকটা কে দেখে তোমাদের যে অভিমানের দিক দিয়ে বিষয়গুলি সরকারকে জানাতে চাও তা অবশ্যই আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বেরোবে। মানুষকে বিপদে ফেলে তাদের আশীর্বাদ থেকে নিজেদের বঞ্চিত করবে কেন আমি নিজে থেকেই তোমাদের কাছে তোমাদের নিরাপত্তা যেমন দরকার তেমনি রোগগ্রস্ত মানুষ তোমাদের সেবায় ভালো হয়ে উঠবে এটাই আমার প্রার্থনা। তোমরা একটু বিষয়টি আবেগ দিয়ে নয় হৃদয় দিয়ে বিবেচনা করবে এই আশা রাখি। “

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*