কলেজে ভর্তির ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের কোনও সমস্যা হবে না। এমনটাই আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় শিক্ষামন্ত্রী বলেন, উদ্বেগের কোনও কারণ নেই। সকলেই ভর্তি হতে পারবেন।
উল্লেখ্য, বিভিন্ন কলেজে চলছে ভর্তি প্রক্রিয়া। দুর্নীতি এড়াতে অনলাইনের মাধ্যমে চলছে পুরো প্রক্রিয়া। তাও পড়ুয়াদের একাংশের মধ্যে উদ্বেগ রয়েছে। এ প্রসঙ্গেই পড়ুয়াদের আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী। বিধানসভায় তিনি জানালেন, কলেজে সকলেই ভর্তি হতে পারবেন। যাঁদের অনলাইন অ্যাপ্লিকেশনে ভুল আছে বা কোনও কারণে অনলাইনে ঠিক মতো ফর্ম পূরণ হয়নি তারা শিক্ষা দপ্তরের টোল ফ্রি নম্বর বা অভিযোগ বাক্সে আবেদন জানাতে পারবেন।
এছাড়াও তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত সদস্যকে ছাত্র-ছাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। সমস্যায় যারা রয়েছেন তাঁদের বিষয়ে আন্তরিকতা দিয়ে দেখার কথা বলেছেন তিনি।
Be the first to comment