আর্থিকভাবে পিছিয়ে পড়াদের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। এবার থেকে সরকারি চাকরিতে আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। মঙ্গলবার বিধানসভায় সাংবাদিক বৈঠক করে একথাই ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ১০ শতাংশ সংরক্ষণের বিষয়টি রাজ্য মন্ত্রীসভা সম্মতি দিয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, এতদিন শুধুমাত্র তপশিলি জাতি ও উপজাতিদের জন্য আসন সংরক্ষিত থাকত। এবার সেই সংরক্ষণের মাত্রা বৃদ্ধি পেলো। স্কুল সহ বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে এই অতিরিক্ত সংরক্ষণ কার্যকর হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে তপশিলি জাতি ও উপজাতি বা ওবিসি তালিকাভুক্তরা এই সুবিধা পাবেন না অর্থাৎ সম্পূর্ণ নতুনভাবে এই সংরক্ষণ চালু হল। তবে এই নিয়মের নির্দিষ্ট শর্ত এখনও পর্যন্ত জানানো হয়নি । এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন মন্ত্রিসভা এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে , খুব শীঘ্রই বিল পাশ হবে ।
Be the first to comment