‘কাটমানি’ বিতর্কে বিদ্ধ তৃণমূল কংগ্রেস। অস্বস্তি কাটাতে এবার তাই মাঠে নামলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ বিধানসভা অধিবেশনে এদিন ‘কাটমানি’ নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী বিধায়করা ৷ সেই সময় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, কাটমানি নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের অপব্যবহার করা হচ্ছে ৷ কাটমানি যারা নিয়েছেন ও দিয়েছেন তারা সমান দোষী৷ তাঁর প্রশ্ন যদি কেউ ‘কাটমানি’ নেওয়ার জন্য টাকার দাবি করেন তাহলে তাকে তা দেওয়া হল কেন? এক্ষেত্রে যিনি বা যারা দিয়েছেন তারাও সমান দোষী হবে না কেন? মন্ত্রীর মতে দোষ যে করে ও সহে তারা উভয়ই সমান দোষী৷
পাশাপাশি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মতে, দলের অভিযুক্ত জনপ্রতিনিধিদের আড়াল করা তাঁর উদ্দেশ্য নয় ৷ এক্ষেত্রে তাঁর প্রতিশ্রুতি, দোষ করলে শাস্তি পেতেই হবে ৷ পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে অভিযোগের যুক্তি থাকলে আইনানুগ পদক্ষেপ যেন গ্রহণ করা হয় ৷
Be the first to comment