লোকসভা নির্বাচনের ফলে জঙ্গলমহলে বড় ধাক্কা খেয়েছে তৃণমূল। ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় লোকসভা কেন্দ্রে ফুটেছে পদ্মফুল। তাই এবার শহিদ দিবসের অনুষ্ঠানে জঙ্গলমহলের জন্য আলাদা পরিবহনের ব্যবস্থা নেই । জঙ্গলমহল সংলগ্ন এলাকা থেকে তৃণমূল কর্মীদের নিজেদের ভাড়া দিয়েই একুশের সমাবেশে আসার নির্দেশ দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। এর ফলে বহু কর্মী একুশের সমাবেশে যোগ দিতে পারবেন না বলে আশঙ্কা জঙ্গলমহলের তৃণমূল নেতৃত্বের।
উল্লেখ্য, প্রতি বছর তাদের জন্য পরিবহনের ব্যবস্থা থাকে। এবার পরিষেবা না পেলে সমাবেশে আগতদের সংখ্যা অনেকটাই কমবে। তবে জঙ্গলমহল সম্পর্কে যথেষ্ট আশাবাদী তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, জঙ্গলমহল থেকে লোক আসবে না এটা ভুল ধারণা। আমি কথা বলেছি ওখানকার নেতৃত্বের সঙ্গে। জঙ্গলমহল কী পাহাড়, ভেবে লাভ নেই। মানুষের ঢল নামবেই। এবার আরও বেশি মানুষ আসবে জঙ্গলমহল থেকে। কারণ যারা আমাদের চ্যালেঞ্জ জানাচ্ছে এই মঞ্চ থেকে তাদের পাল্টা চ্যালেঞ্জ জানাবো আমরা।
Be the first to comment