বাড়তে চলেছে বেতন, প্রাথমিক শিক্ষকদের অনশন প্রত্যাহারের আর্জি শিক্ষামন্ত্রীর

Spread the love

অবশেষে অনশনকারীদের দাবি মেনে নিলো সরকার ৷ প্রাথমিক শিক্ষকদের অনশন প্রত্যাহারের আর্জি জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে বাড়িয়ে ৩২০০ টাকা করার প্রস্তাব দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ সম্ভব হলে তা ৩৬০০ টাকাও করা হতে পারে ৷ রাজ্য সরকার পদোন্নতি নীতি চালু করার ভাবনাচিন্তা করছে বলেও বৃহস্পতিবার জানালেন শিক্ষামন্ত্রী ৷ তবে এদিন গ্রেড পে বাড়ানো ছাড়াও পার্থবাবু প্রাথমিক শিক্ষকদের প্রতিশ্রুতি দিয়ে বলেন ১৪ জন শিক্ষকের বদলি সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখবে শিক্ষা দফতর। একই সঙ্গে প্রাথমিক শিক্ষকদের পদন্নতির জন্য কোনও নীতি রূপায়ন করা যায় কিনা সেটাও বিবেচনা করা হবে।

বর্তমানে রাজ্যের প্রাথমিক শিক্ষাদের গ্রেড পে ২৬০০ টাকা ৷ তা বাড়িয়ে সর্বভারতীয়ক্রমে বেতন চালু সহ একাধিক দাবিতে উসতি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (UUPTWA) ব্যানারে ১৩ জুলাই থেকে অনশন করছেন প্রাথমিক শিক্ষকরা ৷ যদিও শিক্ষামন্ত্রী আগেই জানিয়ে দিয়েছিলেন, রাজ্য দেনায় ডুবে রয়েছে ৷ ফলে সর্বভারতীয়ক্রমে গ্রেড পে (৪২০০ টাকা) দেওয়া সম্ভব নয় ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*