শনিবার দলের ছাত্র নেতাদের নিয়ে তৃণমূল ভবনে বৈঠকে বসেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর ভবনেই তিনি ছাত্র নেতাদের স্পষ্ট বলে দিয়েছেন, “বিরোধীরা যদি মনোনয়ন দেয়, তাহলে তা করতে দিতে হবে। তোমরা ছাত্রদের মনে জায়গা করো। আর যদি হারো, তাহলে বুঝতে হবে তোমরা ছাত্রদের কাছে পৌঁছতে পারোনি।”
বৈঠকে পার্থবাবু ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা প্রাক্তন ছাত্রনেতা তাপস রায়। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, সহ বিভিন্ন জেলার সভাপতি ও নেতৃত্বরাও। ছাত্র নেতাদের উদ্দেশে পার্থবাবুর স্পষ্ট বার্তা, “প্রতিটি কলেজে ইউনিট তৈরি করতে হবে। পাশ করে যাওয়ারা যেন পদ আঁকড়ে না থাকে। নতুনদের জায়গা করে দিতে হবে। আমার লোক, তোমার লোক করা যাবে না।” অধ্যাপক, অধ্যাপিকাদের সঙ্গে আচরণের ব্যাপারেও এ দিনের বৈঠকে সতর্ক করা হয়।
Be the first to comment