কৈলাস বিজয়বর্গীয়কে নৃত্যশিল্পী বলে কটাক্ষ করলেন পার্থ চট্টোপাধ্যায়

Spread the love

কৈলাস বিজয়বর্গীয়কে এবার নৃত্যশিল্পী বলে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বুধবার শিল্পী সংবর্ধনার অনুষ্ঠান থেকে যাদবপুর ইস্যুতে শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেছিলেন, রাজ্যপাল জগদীপ ধনকড় নিজে আইনজীবী। তিনি বিষয়গুলো ভালোই বোঝেন। এ বিষয়ে মন্ত্রীদের কথা বলার কোনও প্রয়োজন নেই। তবে বৃহস্পতিবার পাল্টা পার্থবাবু বলেন, উনি তো কাল নৃত্যশিল্পী ছিলেন। ওঁর মুখ দিয়ে নানারকম কথা আসছে। দলেই পাত্তা পাচ্ছেন না।

উল্লেখ্য, বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার কলেজ স্কোয়্যারে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন শিক্ষামন্ত্রী। সেখানে তিনি বলেন, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকীর সূচনা করেছেন বীরসিংহ গ্রাম থেকে। আর আজ তাঁর জন্মদিনে আমরা কলেজ স্কোয়্যারে মাল্যদানের মধ্যে দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করছি। এছাড়া আমাদের আরও বেশ কয়েকটি কর্মসূচি আছে। বিদ্যাসাগর কলেজেও যাব। বেশ কয়েকটি স্কুলে যাব। সর্বশেষে বিকাশভবনে বিদ্যাসাগরের মূর্তি স্থাপন করবো। বিদ্যাসাগর সংক্রান্ত দুটি বই বাচ্চাদের দেওয়া হবে।

এদিকে, যাদবপুরে বাবুল সুপ্রিয়কে হেনস্থার ঘটনা নিয়ে পুঙ্খানুপুঙ্খ জানতে আজ বিকেল চারটের সময় উপাচার্য, সহ-উপাচার্য, রেজিস্ট্রারকে ডেকেছেন রাজ্যপাল। এ নিয়ে প্রশ্ন করা হলে পার্থ চট্টোপাধ্যায় বলেন, উনি যাকে পারবেন ডাকুন কিন্তু, এখানে প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তো বলেই দিয়েছি উনি অতি সক্রিয়। ওঁর এই সক্রিয়তা রাজ্যের মানুষ ভালো চোখে দেখছেন না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*