ভালো র‍্যাঙ্কিংয়ের জন্য কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়কে শুভেচ্ছা জানালেন শিক্ষামন্ত্রী

Spread the love

সম্প্রতি প্রকাশিত হয়েছে QS ইন্ডিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২০ ৷ গতবারের মতো এবছরও তালিকায় স্থান করে নিয়েছে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয় ৷ তালিকায় ১১ তম স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয় ও ১২তম স্থানে যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে ৷ এই তালিকায় প্রথম থেকে দশম স্থানাধিকারী ইনস্টিটিউট ও বিশ্ববিদ্যালয়গুলি কেন্দ্রীয়। সেই হিসেবে দেখতে গেলে তালিকায় রাজ্য বিশ্ববিদ্যালয় হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ই প্রথম অর্থাৎ, দেশের সব রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ও পশ্চিমবঙ্গের সব বিশ্ববিদ্যালয়গুলির মধ্যেও প্রথম স্থান অধিকার করে নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় স্থান অধিকার করে নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।

এই সাফল্যের জন্য টুইট করে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়কে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন পার্থবাবু।


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*