বাদল অধিবেশনের প্রথম দিনেই বিধানসভায় পাশ ফেল ইস্যু ৷ রাজ্যের শিক্ষাব্যবস্থায় ফের ফিরে আসতে চলেছে পাশ-ফেল তা আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ তবে কোন ক্লাস থেকে ফিরছে পাশ-ফেল তা নিয়ে এখনও চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে ফের বিধানসভাতেও জানালেন শিক্ষামন্ত্রী ৷
তিনি বলেন, ‘কোন ক্লাস থেকে পাশ-ফেল শুরু হবে ৷ তা নিয়ে আলোচনা চলছে ৷ মুখ্যমন্ত্রী ও শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷’ এছাড়া এদিন বিধানসভায় পার্থ চট্টোপাধ্যায় জানান, ‘২১টি রাজ্য পাশ-ফেলের পক্ষে ৷ আমাদের রাজ্যও পাশ-ফেল চায় ৷ তবে আমাদের কিছু শর্ত আছে ৷ শর্তগুলি কেন্দ্রকে জানানো হয়েছে ৷’
শিক্ষামন্ত্রী আরও বলেন, কেন্দ্র পঞ্চম শ্রেণী থেকে পাশ ফেল প্রথা ফিরিয়ে আনার পক্ষপাতী ৷ কিন্তু চতুর্থ শ্রেণী পর্যন্ত স্কুলছুটদের জন্য কী ব্যবস্থা? এব্যাপারে কেন্দ্র এখনও কিছু জানায়নি ৷ পাশ-ফেল বিষয়টি এখনও বিবেচনাধীন ৷ কোন স্তর থেকে চালু হবে উল্লেখ নেই ৷
Be the first to comment