রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় ও কলেজগুলি ৩০ জুন পর্যন্ত থাকবে। আজ উপাচার্য পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। একদিকে করোনার সংক্রমণের ভয়, অন্যদিকে ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে জেরে বিপর্যয়। এই দুয়ের কারণেই ৩০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও কলেজের পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল উপাচার্য পরিষদ।
প্রসঙ্গত এর আগে ১০ জুন পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কথা ঘোষণা করেছিল সরকার। এরপর বুধবার রাজ্যের সমস্ত সরকারি স্কুল বন্ধ রাখার সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে সেদিন কলেজ, বিশ্ববিদ্যালয় নিয়ে তিনি কোনও সুনির্দিষ্ট সিদ্ধান্তের কথা জানাননি।
এরপর শুক্রবার বৈঠকে বসে উপাচার্য পরিষদ। সেখানেই কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গোটা জুন মাস সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলেন।
অন্যদিকে শিক্ষামন্ত্রী আজ বলেন, “এখন কলেজে উপস্থিতি দেখলে হবে না। ছাত্রছাত্রীদের সুরক্ষিত রাখতে হবে। মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে। ক্লাসের সামনে স্যানিটাইজারের মেশিন রাখতে হবে।”
শুনুন কী বললেন শিক্ষামন্ত্রী?
ক্লিক করুন নিচের লিঙ্কে!
https://m.facebook.com/story.php?story_fbid=289268148916229&id=100034991394269
Be the first to comment