কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার প্রতিবাদে সবর হলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। আজ এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার প্রতিবাদে ৮,১৪, ২০ সেপ্টেম্বর ব্লকে ব্লকে ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিবাদ মিছিল করবে তৃণমূল কংগ্রেস।
আজ পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘রাষ্ট্রীয় শোকের মধ্যেও কেন্দ্র জনস্বার্থবিরোধী নীতি গ্রহণ করেছে। দিল্লির এই বঞ্চনা মানবো না। বঞ্চনার বিরুদ্ধে ৮ ই সেপ্টেম্বর রাজ্যের ব্লকে, ওয়ার্ডে প্রতিবাদ মিছিল সভা করার ডাক দিয়েছেন তিনি। তিনি বলেন, ভার্চুয়াল মিটিংয়ে মুখ্যমন্ত্রী অনেকবার প্রাপ্য টাকা কেন্দ্রের কাছে চেয়েছে। কিন্তু জিএসটি বাবদ টাকা এখনো দেয়নি কেন্দ্র। একসঙ্গে সরব হয়েছে ১৫টি রাজ্য। বাংলাকে বাংলার প্রাপ্য দিতে হবে এই দাবি নিয়ে প্রতিবাদ কর্মসূচির চলবে তৃণমূলের।’
তিনি আরোও বলেন, ‘জাতীয় সম্পত্তি বিক্রি করে দিচ্ছে কেন্দ্র। এই তালিকায় আছে রেল,ভেল এয়ারপোর্ট, বিএসএনএল। কর্মী ছাঁটাই করা হচ্ছে, নিয়োগ হচ্ছেনা। ৪৫ বছরের মধ্যে সবথেকে বেশি বেকারত্ব বেড়েছে দেশে। এত কিছুর মধ্যেও ক্ষুদ্র মাঝারি শিল্পে রাজ্য ৪০ শতাংশ বেকারত্ব কমাতে পেরেছেন মমতা বন্দোপাধ্যায়।’
Be the first to comment