সাংবাদিকদের প্রতি আমি শ্রদ্ধাশীল, তাঁদের কাজের প্রতি আমার আস্থা ও সম্মান রয়েছেঃ পার্থ চট্টোপাধ্যায়

Spread the love

সাংবাদিকদের প্রতি আমি শ্রদ্ধাশীল। অনেক সংবাদমাধ্যমের সঙ্গে আমি সবসময় একমত নাও হতে পারি। কিন্তু, তাতেও তাঁদের কাজের প্রতি আমার আস্থা ও সম্মান রয়েছে। তাঁরা যেন সবসময় মানুষের কথা বলেন। মঙ্গলবার মহুয়া মৈত্রর দু’পয়সার মন্তব্য প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বেহালা ম্যানটনের নিজের কার্যালয়ের বাইরের দলীয় কর্মসূচিতে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি।

পাশাপাশি মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, এটা ওঁর ব্যক্তিগত মতামত। কখনওই দলের অবস্থান নয়। মঙ্গলবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে তাঁকে প্রশ্ন করা হলে এ কথা বলেন সুব্রতবাবু।

এদিকে মহুয়ার বিতর্কিত মন্তব্য নিয়ে সংবাদমাধ্যমে ধিকিধিকি আগুন জ্বলছিল রবিবার রাত থেকেই। কিন্তু সোমবার একটি টুইট করে সেই আগুনে যেন ঘি ঢেলে দেন মহুয়া নিজেই। তির্যক সুরের ক্ষমা চাওয়ার আঙ্গিকে লেখেন, ‘সঠিক কথাই’ বলেছিলেন তিনি।

প্রসঙ্গত, রবিবার নদিয়ার গয়েশপুরে তৃণমূলের কর্মীসভায় অংশ নিতে হাজির হন মহুয়া মৈত্র। কিন্তু সাংসদের সামনেই ‘বহিরাগত’ বিতর্ক নিয়ে তুমুল কোন্দল লাগে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। দুই গোষ্ঠীর মধ্যে কিল-ঘুষি বর্ষণ হতে থাকে মহুয়ার সামনেই। তিনি কোনও মতে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু তাতে কাজ হয় না। এরপরই দলীয় কর্মসূচিতে সংবাদ মাধ্যমের উপস্থিতি নিয়ে ব্যাপক ক্ষোভপ্রকাশ করতে দেখা যায় তাঁকে।

এই বৈঠকে মাইকে বক্তব্য রাখার সময় সংবাদমাধ্যমকে ‘দু’পয়সার প্রেস’ বলে উল্লেখ করেন লোকসভার এই জনপ্রিয় সাংসদ। তিনি বলেন, “কে এই দুই পয়সার প্রেসকে ভেতরে ডাকে? সরাও প্রেসকে এখান থেকে। কেন প্রেস ডাকো তোমরা দলের মিটিংয়ে। কর্মী বৈঠক হচ্ছে আর সবার পেপারে ও টিভিতে মুখ দেখানোর শখ। সংবাদমাধ্যমকে তিনি কেন এমন আক্রমণ করলে তা জানতে চাওয়া হলে মহুয়ার জবাব ছিল, আমি তো আপনাদের রেকর্ড করতে বলিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*