ইসলামপুরের ঘটনায় সাসপেন্ড করা হল ডিআই-কে ৷ ডিআই নিজের মতো সিদ্ধান্ত নিয়েছেন, তাই এই সাসপেন্ড করার সিদ্ধান্ত শুক্রবার নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে একথাই জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ শিক্ষা দফতরকে অন্ধকারে রেখে শিক্ষক নিয়োগ নিয়ে নিজের মতো সিদ্ধান্ত নিয়েছেন ডিআই। আরএসএস-এর ইন্ধনে এই উত্তেজনা বলে মত শিক্ষামন্ত্রীর ৷ পাশাপাশি তিনি এও স্পষ্ট করে দেন যে, “এই ঘটনায় দোষীদের রেয়াত করা হবে না ৷ শিক্ষক নিয়োগের বিষয়টি জটিল করে তোলা হয়েছে, এই ঘটনা অ্যাভয়েড করা যেত ৷ কিন্তু ডিআই এককভাবে সিদ্ধান্ত নিয়েছেন ৷ জেলা প্রশাসন এবং শিক্ষা প্রতিষ্ঠানকে না জানিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷” তাই অবিলম্বে তাকে সাসপেন্ড করে, ডিআই প্রাইমারিকে আপাতত দায়িত্ব দেওয়া হল বলে জানান তিনি ৷
এছাড়াও, এদিন শিক্ষামন্ত্রী আরও জানান, “বাইরে থেকে আরএসএস লোক এনে এসব করতে চাইছে ৷ কিন্তু তাদের মৃত্যুর রাজনীতিতে, আরএসএস হোক বা বিজেপি যেই হোক, কেউ ছাড় পাবে না ৷ এই ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য কারো যোগ থাকলেও ব্যবস্থা গ্রহণ করা হবে ৷” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে জানান তৃণমূল মহাসচিব ৷
Be the first to comment