সরস্বতী পুজোয় উন্মাদনা থাকবে। কিন্তু, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে ‘টুম্পা সংস্কৃতি’ বরদাস্ত করা হবে না। কলকাতা বিশ্ববিদ্যালয়ের গতকাল চটুল গান চালিয়ে নাচ এবং ‘উশৃঙ্খলার’ বিরোধিতা করে এ দিন এমনটাই বলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
পার্থর সাফ কথা, “কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় আমি ব্যথিত। যারা এই ঘটনায় জড়িত তাঁদের চিহ্নিত করতে বলা হয়েছে। এই ধরনের নাচ বরদাস্ত নয়। সরস্বতী পুজোয় উন্মাদনা থাকবে, তবে এই ধরনের ঘটনা বেমানন।” প্রসঙ্গত, গতকাল বিশ্ববিদ্যালয়ের ঘটনার নিন্দা জানিয়ে আগেই বিবৃতি দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য সোনালি চক্রবর্তী। তিনি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোর অনুমতি ছিল না।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যদিও আগেই রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোভিড বিধি মেনে সরস্বতী পুজো করার মৌখিক অনুমতি আগেই দিয়েছিলেন। সেই মতো সরস্বতী পুজো অনুষ্ঠিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে। পাশাপাশি শহরের অন্যান্য কলেজেও নানা চটুল গানে নাচতে দেখা যায় ছাত্র-ছাত্রীদের। তবে বিশেষত কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় নিন্দায় সরব হয়েছে নানা মহল।
বিশ্ববিদ্যালয় উপাচার্যের দাবি, “ঘটনার তদন্ত করা হবে। এটি বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি-বিরোধী। সরস্বতী পুজোর অনুমতি ছিল না। পুজোর টাকা এল কীভাবে? সবই খতিয়ে দেখা হবে।”
Be the first to comment