আনিস কাণ্ডে বামেদের নিশানা পার্থ চট্টোপাধ্যায়ের

Spread the love

আনিস খান ‘মৃত্যু’ তদন্তে রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করছে। তাদের সময় দেওয়া উচিত। যারা বিষয়টি নিয়ে রাজনীতি করছে, পতাকা লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছে, তাদের নিজেদের ‘সময়’ –এর কথা মনে করা উচিত। এ ভাবেই মঙ্গলবার আনিস তদন্তে এসএফআই-বামেদের ভূমিকা নিয়ে মুখ খুললেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷

তৃণমূলের এই শীর্ষ নেতার মন্তব্য, ‘‘মৃত্যু সব সময় বেদনাদায়ক। রাজ্য প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ করছে৷ কিন্তু কিছু রাজনৈতিক দল পতাকা নিয়ে রাজনীতি করছে৷ এভাবে তদন্তে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।’’ এরপরেই পার্থের কটাক্ষ, যারা আজ পতাকা টাঙিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি করছে, ‘‘তারা নিজেদের সময়ের কথা একটিবার ভাবুন৷ কীভাবে তখন বিরুদ্ধ ছাত্র নেতাদের কন্ঠরোধ করা হত।’’

এরপরই পরিষদীয় মন্ত্রীর বক্তব্য, রাজ্য প্রশাসন তদন্ত শুরু করেছে। সিট গঠন হয়েছে। কর্তব্যে গাফিলতির জন্য তিন পুলিসকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। তদন্ত এগচ্ছে। কিছু রাজনৈতিক, যারা গুরুত্ব হারিয়ে তারা ঘোলা ঝলে মাছ ধরার চেষ্টা করছে।’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*