নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনা ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। এ নিয়ে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল।
এদিন পার্থ চট্টোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, চন্দ্রিমা ভট্টাচার্যরা কমিশনের অফিসে যান। নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনার পিছনে চক্রান্তের অভিযোগ করেছে তৃণমূল। যা ঘিরে ভোটের মুখে সরগরম রাজ্য রাজনীতি।
কমিশনের অফিস থেকে বেরিয়ে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রাজ্যে সংহতি বজায় ছিল। নির্বাচন কমিশন এডিজিকে সরালো। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হওয়ার পর সরানো হল রাজ্য পুলিশের ডিজি-কে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে আঘাত হানল, তার পূর্বাভাস ছিল। বিজেপি সাংসদদের বক্তব্যে পরিষ্কার ছিল যে, তাঁর উপর আক্রমণ করা হতে পারে। ডিজি-কে সরানোর পরের দিনই মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে নিরাপত্তাহীন অবস্থায় যে আক্রমণ হল, তার দায়িত্ব কার? আইনশৃঙ্খলা অবনতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা প্রতিবাদ জানিয়েছি কমিশনে।’
কমিশনের উপর তোপ দেগেছেন ডেরেকও ৷ তিনি বলেন, এখনও এই রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে যায়নি ৷ ডেরেকের কথায়, “এই ঘটনায় যারা জড়িত, অবিলম্বে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে ৷ আর ঘটনার ৩০ মিনিটের মধ্যে যে সব মন্তব্য করা হয়েছে, তা খুবই নিন্দনীয় ৷ ডাক্তারদের সঙ্গে দেখা করুন আর দেখে যান কী হয়েছে ৷”
Be the first to comment