প্রকাশ্যে মুখ খোলা মানা, মদনকে সতর্ক করলেন পার্থ

Spread the love

দলের শৃঙ্খলরক্ষা কমিটি নিয়ে বিধায়ক মদন মিত্রর ক্ষোভ প্রশমনে এবার আসরে নামলেন খোদ তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সোমবার সকালে পার্থবাবু তাঁর বাড়িতে ডেকে পাঠান মদন মিত্রকে ৷ মিনিট পঁয়তাল্লিশেক কথা হয় দু’জনের মধ্যে ৷ শিল্পমন্ত্রী কামারহাটির বিধায়ককে সতর্ক করে জানান, দলের কোনও বিষয়ে তাঁর ক্ষোভ থাকলে সেটা নিয়ে যেন প্রকাশ্যে বিবৃতি না দেন বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করেন। সূত্রের খবর, দলের মহাসচিবের কথা মেনে নিয়েছেন মদন মিত্র। পার্থ চট্টোপাধ্যায় যদিও এটাকে সতর্ক করা বলতে নারাজ ৷ বরং বিষয়টিকে অনুরোধ বলছেন তিনি ৷

প্রথমে সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় এবং দলের মুখপাত্র কুণাল ঘোষের মধ্যে তরজায় রাশ টানতে কড়া হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় ৷ এরই মধ্যে শনিবার কামারহাটির বিধায়কের একটি ফেসবুক লাইভ দলের অন্দরে ভারসাম্যে বিঘ্ন ঘটায় ৷ সেখানে দলের শৃঙ্খলারক্ষা কমিটি নিয়ে সোচ্চার হন মদন মিত্র। তিনি প্রশ্ন ছুড়ে বলেন, “কিছু বলার থাকলে দলের শৃঙ্খলারক্ষা কমিটিকে কোথায় পাওয়া যাবে? দলকে কোথায় জানাব? কখন জানাব? কার কাছে জানাব?” একইসঙ্গে দলের মহাসচিবের প্রতি তীব্র শ্লেষ ছুড়ে দিয়ে মদন মিত্র বলেন, “দলের মহাসচিব যদি চান তবে ওনার বাড়ির নীচে যে কনস্টেবল থাকেন, তার কাছেই আমি অভিযোগপত্র দিয়ে আসব।’’

তারপরেই গত শনিবার দলের শৃঙ্খলরক্ষা কমিটির বৈঠক ডাকেন তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৈঠকের পর তিনি জানান, দলের নেতৃত্বের এই ধরনের বিবৃতি মোটেই ভাল চোখে দেখছেন না তিনি এবং ভবিষ্যতে কোনও নেতা এই ধরনের বিবৃতি দিলে শৃঙ্খলারক্ষা কমিটি তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এই ধরনের বিবৃতি এবং পাল্টা বিবৃতির কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলেও জানান তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*