ব্যস্ত থাকায় আজ সিবিআই দফতরে হাজিরা দিতে যেতে পারেননি রাজ্যের শিল্পমন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ তাই তাঁকে জেরা করতে তাঁর দফতরে পৌঁছে গেল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ আইকোর চিটফান্ড মামলায় জিজ্ঞাসাবাদ করতে সোমবার শিল্পভবনে গিয়ে উপস্থিত হয়েছেন সিবিআই আধিকারিকরা ৷
সম্প্রতি আইকোর চিটফান্ড মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তলব করে সিবিআই ৷ আজ বেলা 11টার সময় সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল পার্থ চট্টোপাধ্যায়ের ৷ কিন্তু সিবিআইকে চিঠি দিয়ে তিনি জানিয়ে দেন যে, আজ তিনি যেতে পারছেন না। প্রয়োজনে সিবিআই তাঁর বাড়িতে এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে ৷ এরপরই তাঁকে জেরা করতে শিল্পসদনে যায় সিবিআই ৷
নাকতলার একটি ক্লাবে আইকোর চিটফান্ডের তরফে একাধিকবার বিশাল অঙ্কের টাকা ঢুকেছিল। কী কারণে ওই ক্লাবের অ্যাকাউন্টে এত টাকা একটি চিটফান্ডের অ্যাকাউন্ট থেকে ঢুকল, তা জানার জন্যই এ দিন পার্থ চট্টোপাধ্যায়ের অফিসে তাঁর সঙ্গে কথা বলতে যান সিবিআইয়ের গোয়েন্দারা। এ দিন তাঁর বয়ান রেকর্ড করার কথা জানান সিবিআইয়ের গোয়েন্দারা।
পাশাপাশি তাঁর কাছ থেকে জানতে চাওয়া হয়, কী কারণে আইকোরের মালিকের সঙ্গে তাঁকে একাধিক জায়গায় দেখা গিয়েছিল ? তাহলে কি তিনি কোনও ভাবে লাভবান হয়েছিলেন ? এই সকল প্রশ্নের উত্তর খুঁজে পেতেই পার্থ চট্টোপাধ্যায়কে এ দিন তলব করা হয়েছিল । কিন্তু সিবিআইয়ের নোটিশের জবাবে তিনি জানান, তিনি প্রবীণ নাগরিক ৷ তাছাড়াও ভোটের প্রচারের কাজে তিনি এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন । ফলে তিনি সিবিআই দফতরে যেতে পারবেন না ৷ প্রয়োজনে তাঁর বাড়িতে গিয়ে সিবিআইয়ের গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করতে পারেন ।
এরপরই দেখা যায়, সিবিআইয়ের গোয়েন্দারা ক্যামাক স্ট্রিটে পার্থ চট্টোপাধ্যায়ের কার্যালয়ে হাজির হন। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। মূলত গোয়েন্দাদের প্রশ্ন, একটি চিটফান্ড সংস্থার মালিকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা কীভাবে হল ? তাহলে কি আরও কোনও প্রভাবশালী এর মধ্যে যুক্ত আছেন ? পাশাপাশি চিটফান্ডের টাকায় কি কোনও ভাবে প্রভাবশালীরা লাভবান হয়েছিলেন ? তাও জানার চেষ্টা করছেন সিবিআইয়ের গোয়েন্দারা।
এর আগেও পার্থ চট্টোপাধ্যায়কে একাধিকবার আইকোর মামলায় নোটিশ পাঠানো হয়েছে । কিন্তু কখনও ভোটের প্রচার বা কখনও রাজনৈতিক কর্মসূচির কথা জানিয়ে তিনি নোটিশ এড়িয়ে গিয়েছিলেন। এ বারও নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে হাজিরা এড়ান শিল্পমন্ত্রী। রাজ্যে আইকোর চিটফান্ড মামলায় তৎপর হয়ে গত কয়েক বছরে একাধিক বড় নেতাকে তলব করেছে সিবিআই ৷ পার্থ চট্টোপাধ্যায়ও বাদ যাননি ৷ বেশ কয়েকবার তাঁকে ডেকে পাঠানো হয় ৷ সম্প্রতি তাঁকে ১৩ সেপ্টেম্বর সিবিআই দফতরে হাজিরার জন্য নোটিস পাঠায় সিবিআই।
Be the first to comment