গত শনিবার থেকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দফায় দফায় জেরা করছেন সিবিআই আধিকারিকরা। এবার সেই জেরায় বিস্ফোরক দাবি করলেন পার্থ। সিবিআই সূত্রের খবর, জেরার মুখে পার্থ বলেছেন, ‘আমি শুধু ফাইলে সই করতাম’। তিনি দাবি করেছেন, নিয়োগ দুর্নীতিতে তাঁর বিশেষ কোনও ভূমিকা ছিল না, তাঁর কাছে ফাইল পাঠানো হত, আর সেই ফাইলে সই করতেন তিনি।
নিয়োগ দুর্নীতির মামলায় পার্থকে গ্রেফতার করেছিল ইডি। পরে তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন করে সিবিআই। আদালতের নির্দেশে গত শুক্রবার সিবিআই হেফাজতে নেওয়া হয় পার্থকে। এরপর শনিবার সকাল থেকে তাঁকে জেরা করতে শুরু করেছে সিবিআই। জানা গিয়েছে, প্রাথমিকভাবে খুব বেশি সদুত্তর পাননি আধিকারিকেরা। পরে পার্থ দাবি করেছেন, নিয়োগ দুর্নীতির বিষয়ে বিশেষ কিছু জানতেন না তিনি। তাঁর কাছে ফাইল যেত আর তাতে শুধুমাত্র সই করতেন তিনি। কিছু না জেনেই শিক্ষামন্ত্রী সই কী ভাবে ফাইলে সই করে দিতেন, তা নিয়েই প্রশ্ন উঠেছে। দুর্নীতিতে তাঁর কোনও ভূমিকা ছিল না, তিনি নিয়োগ কারীদের ওপর ভরসা করতেন বলেই জেরায় দাবি করেছেন পার্থ। সূত্রের খবর, তিনি বলেছেন, ‘আমার ভূমিকা ছিল সামান্য।’
অন্যদিকে, একই সঙ্গে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই জেরা করছে, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে। তাঁদের তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলেও সূত্রের খবর।
নিয়োগ দুর্নীতি আরও চাপ বাড়তে চলেছে পার্থ ও অর্পিতা মুখোপাধ্যায়ের। শনিবার ইডি বিশেষ আদালতে চার্জশিট পেশ করা হবে বলে ইডি সূত্রের খবর। অর্পিতার ফ্ল্যাটে নগদ কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার পরই গ্রেফতার করা হয়েছিল ওই দুজনকে। আপাতত জেলেই রয়েছেন অর্পিতা। গত ২৩ জুলাই তাঁদের গ্রেফতার করা হয়েছিল। এরপর তাঁদের জেরা করেছিল ইডি, পরে জেল হেফাজত হয় তাঁদের। মনে করা হচ্ছে, চার্জশিটে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেশ করতে পারে ইডি।
Be the first to comment