নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজত শেষ পার্থ চট্টাপাধ্যায়ের। আজ, সোমবার তাঁকে ফের তোলা হবে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে। পাশাপাশি হাজিরা দেবেন এস পি সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, প্রদীপ সিং ও প্রসন্ন রায়ও।
সূত্রের খবর, SSC-র গ্রুপ সি মামলা ও নবম-দশম শিক্ষক দুর্নীতির ২টি মামলায় সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে পার্থকে।দীর্ঘদিন পার্থর ভার্চুয়াল শুনানি হয়। তবে আপাতত আদালতে দিয়েই হাজিরা দিতে হচ্ছে পার্থকে। এর আগে পার্থর শারিরীক অবস্থা ভালো নেই বলে তাঁর আইনজীবী পার্থর জামিন চেয়েছিলেন। তবে তা নাকচ হয়ে যায়।
ইতিমধ্যেই আদালতে এই মামলার চার্জশিট জমা দিয়েছে সিবিআই। চার্জশিটে উল্লেখ রয়েছে কে বা কারা এই মামলার সঙ্গে সরাসরি যুক্ত। এমনকি কীভাবে নিয়োগে দুর্নীতি হয়েছিল, তারও বিবরণ চার্জশিটে উল্লেখ রয়েছে। সোমবার পার্থ ছাড়াও এস পি সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, প্রদীপ সিং ও প্রসন্ন রায়ের হাজিরা দেওয়ার কথা রয়েছে। এঁদের প্রত্যেকেরই জামিনের আবেদন করা হবে বলে খবর।
Be the first to comment