এসএসসি দুর্নীতি মামলার শিকড়ে পৌঁছতে মরিয়া ইডি। পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় ঘনিষ্ঠরাও রয়েছেন তদন্তকারীদের নজরে। এবার প্রাক্তন মন্ত্রীর মেয়ে সোহিনী ভট্টাচার্য ও জামাই কল্যাণময় ভট্টাচার্যকে তলব ইডির। অবিলম্বে আমেরিকা থেকে কলকাতায় আসার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের।
এসএসসি নিয়োগ দুর্নীতির অভিযোগ বহু পুরনো। যোগ্য প্রার্থীদের বদলে অযোগ্যদের টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ করেছিলেন অনেক চাকরিপ্রার্থীরা। জল গড়ায় আদালত পর্যন্ত। এরপর ২৩ জুলাই গ্রেপ্তার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। ফ্ল্যাট থেকে বিপুল নগদ টাকা উদ্ধার হওয়ায় গ্রেপ্তার করা হয় প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। তাঁদের নিজেদের হেফাজতে নিয়ে টানা জেরা করে ইডি। তদন্তকারী সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায় তদন্তে বিশেষ সাহায্য করেননি। তবে অর্পিতা প্রথম থেকেই সহযোগিতা করেছেন।
ধৃতদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গত কয়েকদিনে রাজ্যের বিভিন্নপ্রান্তে তল্লাশি চালায় ইডি। অর্পিতার নামে-বেনামে কেনা একাধিক ফ্ল্যাটে তল্লাশি চালায় তদন্তকারীরা। বাজেয়াপ্ত করা হয় প্রচুর নথি। প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠ একাধিক ঘনিষ্ঠকে নজরে রেখেছে ইডি। একাধিক প্রভাবশালীর যোগের প্রমাণ উঠে এসেছে বলেও দাবি করেন তদন্তকারীরা। এবার নজরে পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে সোহিনী ভট্টাচার্য ও জামাই কল্যাণময় ভট্টাচার্য।
ইডি সূত্রে খবর, বৃহস্পতিবার পার্থ-অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরা করার পরই ইমেলে সোহিনী ও কল্যাণময়কে তলব করা হয়েছে। বর্তমানে তাঁরা আমেরিকায় রয়েছেন বলেই খবর। যত দ্রুত সম্ভব কলকাতায় এসে ইডি দপ্তরে তাঁদের দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার আদালতে পেশ করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে। তাঁদের ২ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। আজ শুক্রবার ফের তাঁদের তোলা হবে আদালতে। তবে তার আগে নিয়ে যাওয়া হবে শারীরিক পরীক্ষার জন্য।
Be the first to comment