জাতীয় রাজনীতিতে তৃণমূলকে আরও এক ধাপ এগিয়ে দিল কলকাতা পুরভোটের ফলঃ পার্থ চট্টোপাধ্যায়

Spread the love

কলকাতা পুরভোটে ল্যান্ডস্লাইড ভিকট্রি তৃণমূলের। তবে কলকাতার পুরভোটে এই জয় কেবল কলকাতা বা রাজ্য নয়, জাতীয় রাজনীতিতেও তৃণমূলকে এগিয়ে নিয়ে গেল বলে দাবি তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁর দাবি, বিজেপি, কংগ্রেস ও সিপিএম একত্রে তাঁদের বিরুদ্ধে লড়েও পর্যুদস্ত হয়েছে।

কলকাতা পুরভোটে বড় ব্যবধানে জয়ের পূর্বাভাস স্পষ্ট হতেই সাংবাদিক বৈঠক করেন তৃণমূল মহাসচিব। এবার শতাংশের বিচারে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। তাদের পিছনে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। যদিও সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় এ নিয়ে কটাক্ষ করেন, “এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় হওয়ার কোনও মানে হয়না। বাকিরা যোজন যোজন দূরত্বে দাঁড়িয়ে আছে”।

তৃণমূল মহাসচিব বলেন, “সিপিএমের অপদার্থতা, কংগ্রেসের নিষ্ক্রিয়তার সুযোগে তারা (বিজেপি) যতটুকু পেরেছে নিয়েছে। আজ তৃণমূল মাঠে নেমে গণতান্ত্রিক লড়াই করেছে।” বিরোধীদের ভোটে কারচুপির অভিযোগ ফুৎকারে উড়িয়ে পার্থের বক্রোক্তি, “ওরা করে যাক, করে যাক।” তাচ্ছিল্যের সুরে বলেন, “ওরা হাই কোর্টে গিয়েছে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য, রাজ্য নির্বাচনে কমিশনে গিয়ে বসে পড়েছে ছবি তোলার জন্য, সুপ্রিম কোর্টে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জন্য। শুধু যেটা যায়নি সেটা মানুষের দরবারে।”

পার্থবাবু আরও যোগ করেন, “কলকাতা পুরভোটের এই জয় জাতীয় রাজনীতির পক্ষেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ, এখানে যারা লড়াই করেছে, প্রায় সবাই জাতীয় রাজনৈতিক দল। এবং তারা সকলেই তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছে।” তিনি এও যোগ করেন, “প্রায় তিন বন্ধু একত্রে লড়াই করেছে। তিনটেই জাতীয় দল। তৃণমূল শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে লড়াই করেছে। আর তাতে কলকাতার মানুষ দু’হাত তুলে আশীর্বাদ করেছে তৃণমূলকে। বিভিন্ন রাজ্যে তৃণমূল যাচ্ছে। এই ফল সেখানে সাহায্য় করবে”।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*