আইকোর মামলায় রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করলেন সিবিআই-এর আধিকারিকরা ৷ শিল্পমন্ত্রীর দাবি, তিনি সিবিআইকে জানিয়েছেন, তদন্তে সমস্তরকম সহযোগিতা করতে প্রস্তুত ৷
প্রসঙ্গত, সিবিআই পার্থ চট্টোপাধ্যায়কে চিঠি দিয়ে নিজাম প্যালেসে হাজিরার জন্য বলেছিল । পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনি পালটা চিঠিতে তাঁর দফতরে আসার জন্য আহ্বান জানিয়েছিলেন । তারপর সিবিআই শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দফতরে আসে ৷ একটি নির্দিষ্ট অনুষ্ঠানে তাঁর উপস্থিতি নিয়ে তথ্য জানতে চান ।
শিল্পমন্ত্রী জানিয়েছেন, তৎকালীন সময় তিনি রাজ্যের তথ্যপ্রযুক্তি এবং শিল্প দফতরের মন্ত্রী ছিলেন । এই অবস্থায় ওই নির্দিষ্ট কোম্পানি তাঁকে তাদের একটি অনুষ্ঠানে আহ্বান জানিয়েছিলেন । শিল্প, নয়া বিনিয়োগ এবং কর্মসংস্থানের কথা ভেবে অনুষ্ঠানে যোগ দেন ৷ ওই সংস্থার সম্পর্কে তাঁর কাছে আর কোনও তথ্য নেই । তিনি সিবিআই আধিকারিকদের এও জানিয়েছেন প্রয়োজনে সব ধরনের সাহায্য করতে তিনি প্রস্তুত ।
এদিন সাংবাদিকদের তরফ থেকে তাঁকে প্রশ্ন করা হয়, তাঁকে কোনও ক্লাব সম্পর্কে জানতে চাওয়া হয়েছে কি না । পার্থ চট্টোপাধ্যায় জানান, তিনি প্রায় শতাধিক ক্লাবের সঙ্গে যুক্ত । সে সম্পর্কে কোনও প্রশ্ন সিবিআই তাঁকে করেনি । তিনি বলেন, ‘‘সিবিআই আমার অনুরোধ রেখে দফতরে এসেছেন, সে জন্য আমি কৃতজ্ঞ ।’’ পাশাপাশি তাঁর এও বক্তব্য, তাঁর সঙ্গে কোনও দুর্ব্যবহার করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।
এদিন সকাল থেকেই আইকোর মামলায় সিবিআই দফতরে পার্থ চট্টোপাধ্যায়ের হাজিরা নিয়ে যে প্রচার চলছিল, তা তিনি খারিজ করে দিয়েছেন । পার্থবাবুর স্পষ্ট বক্তব্য, তাঁকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা বলা হয়নি । বরং তিনি সিবিআইকে তাঁর দফতরে আমন্ত্রণ জানিয়েছিলেন । এবং সিবিআই সেই আমন্ত্রণ রক্ষা করেছে ।
যদিও সূত্রের খবর, আইকোর কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তলব করে সিবিআই । আজ তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল । কিন্তু তিনি হাজিরা দিতে রাজি হননি । তিনি সিবিআইয়ের মুখোমুখি হবেন না, একথা চিঠি লিখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় ।
তিনি চিঠিতে এও জানান যে সিবিআই চাইলে তাঁকে তাঁর বাড়ি বা অফিসে এসে জিজ্ঞাসাবাদ করতে পারে । সেই পথেই হাঁটল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । আজ বেলা ১১টা ৪৫ মিনিট নাগাদ শিল্পসদনে পৌঁছে যায় সিবিআইয়ের দল । এর কিছুক্ষণ পর সেখানে পৌঁছন পার্থবাবু । বেলা ১২টা ১০ মিনিট থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ । দুপুর সওয়া ২টো পর্যন্ত সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ চলে বলে জানা গিয়েছে । জিজ্ঞাসাবাদের পর পার্থবাবুর প্রতিক্রিয়ায় পরিষ্কার বিষয়টিকে আদৌও গুরুত্ব দিচ্ছেন না তিনি । বাস্তব কী, তা নিয়ে প্রশ্ন থাকছেই ।
Be the first to comment