২০১৪ সালের লোকসভা নির্বাচনে জিতে দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদি ৷ তারপর কেটে গিয়েছে অনেক বছর ৷ কিন্তু দেশের কৃষকদের কোনও উন্নয়নই হয়নি ৷ উল্টে কৃষক আত্মহত্যার সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ অন্যদিকে, মাত্র ৭ বছরেই রাজ্যে কৃষকদের আয় বাড়িয়েছে তৃণমূল সরকার ৷ এই প্রসঙ্গে পার্থ বলেন,
কৃষক কল্যাণ সভায় বক্তব্য রাখতে দিল্লি থেকে বাংলায় উড়ে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিকে দেশে কৃষক আত্মহত্যার সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ অন্যদিকে, বাংলায় একটিও কৃষক আত্মহত্যার উদাহরণ খুঁজে পাওয়া যাবে না ৷ কৃষকদের উন্নয়নের ঘটনায় বাংলাকেই মডেল করা উচিত কেন্দ্রের ৷ এই বিষয়টি নিয়ে আগে একাধিকবার সরব হয়েছেন তৃণমূল নেতৃত্বরা ৷ আজ অর্থাৎ শনিবার মেদিনীপুর কলেজ মাঠের জনসভা থেকে আরও একবার মোদি সরকারকে বিঁধলেন পার্থ চট্টোপাধ্যায় ৷
রাজ্যের কৃষকদের উদ্দেশে লম্বা চওড়া প্রতিশ্রুতি দেয় কেন্দ্র ৷ কিন্তু তাতে আদৌ কিছুই হয় না ৷ কেন্দ্র রাজ্যের কৃষকদের জন্য যা বরাদ্দ করে তা একেবারেই সামান্য ৷ তাতে খুব একটা লাভ কিছু হয় না ৷ এই নিয়ে এর আগে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল নেতৃত্বরা ৷
Be the first to comment