সামনেই উপনির্বাচন। ফলে ভোটের প্রচার কাজে ব্যস্ত রয়েছেন। আর তাই সিবিআই দফতরে হাজিরা দিতে পারবেন না। সোমবার চিঠি দিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে এমনটাই জানালেন পার্থ চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, এদিন CBI-কে একটি চিঠি পাঠিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
উল্লেখ্য, অর্থলগ্নিকারী সংস্থা আইকোর সংক্রান্ত মামলার তদন্তে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই। সোমবার তাঁকে সিবিআই-এর CGO কমপ্লেক্স দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তৃতীয়বার তাঁকে হাজিরার নোটিশ দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে ১২ মার্চ রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নোটিশ পাঠিয়ে তলব করেছিল সিবিআই।
Be the first to comment