শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নোটিস সিবিআই-এর

Spread the love

আইকোর চিটফান্ড এবার তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে তলব করল সিবিআই ৷ আগামী সপ্তাহেই তাঁকে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে ৷ পার্থ চট্টোপাধ্যায়ের অবশ্য দাবি, এখনও তিনি নোটিস হাতে পাননি৷ ফলে যা বলার নোটিস হাতে পাওয়ার পর বলবেন ৷

এর আগেও আইকোর কাণ্ডের তদন্তে একবার পার্থবাবুকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই ৷ সূত্রের খবর, আইকোর মামলার তদন্তে একটি অ্যাকাউন্টের খোঁজ পেয়েছেন সিবিআই গোয়েন্দারা ৷ সেই সূত্রেই পার্থ চট্টোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছে বলে খবর ৷ বেশ কিছু নথি নিয়ে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে ৷ আইকোরের একটি অনুষ্ঠানেও পার্থবাবুকে দেখা গিয়েছিল বলে সিবিআই কর্তাদের দাবি ৷

এ প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘যে সৎ, সে ভয় পায় না ৷ যা ইচ্ছে তাই করুক৷  যতক্ষণ পর্যন্ত না দেখছি নোটিসে কী রয়েছে, ততক্ষণ আমি কিছু বলব না ৷’

তৃণমূল নেতা তাপস রায়ের অবশ্য অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই পার্থ চট্টোপাধ্যায় সহ তৃণমূল নেতাদের পর পর তলব করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

প্রসঙ্গত এ দিনই তৃণমূল নেতা মদন মিত্রকে নোটিস পাঠিয়েছে ইডি ৷ সমীর চক্রবর্তী, কুণাল ঘোষের মতো তৃণমূল নেতাদেরও সম্প্রতি তলব করেছে ইডি৷ সেই তালিকায় এবার জুড়ল পার্থ চট্টোপাধ্যায়ের নাম৷ বিধানসভা নির্বাচনের আগে পর পর তলবের মধ্যে অবশ্য রাজনীতির অঙ্কই দেখছে শাসক দল ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*