পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করলো আরএসএস; কেন জানেন? পড়ুন!

Spread the love
দাড়িভিটে দুই স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় আরএসএসের দিকে আঙুল তুলেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই পরিপ্রেক্ষিতে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ।
ইসলামপুরের দাড়িভিটে শিক্ষক নিয়োগের ঘটনাকে কেন্দ্র করে পড়ুয়া, অভিভাবক ও গ্রামবাসীদের সঙ্গে গণ্ডগোলে জড়িয়েছিল পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ সেই সময় পুলিশের গুলিতে রাজেশ মণ্ডল ও তাপস বর্মণ নামে দুই ছাত্রের মৃত্যু হয়। রাজেশ মণ্ডল আইটিআই পড়ুয়া ও তাপস বর্মণ তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। কিন্তু পুলিশের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়।
এই প্রসঙ্গেই রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় আঙুল তোলেন আরএসএসের দিকে। তিনি অভিযোগ করেন আরএসএস বহিরাগত নিয়ে এসে ওই এলাকায় গণ্ডগোল পাকিয়াছে। দুষ্কৃতীদের গুলিতেই মৃত্যু হয়েছে দুই পড়ুয়ার।
পার্থ বাবুর এই বক্তব্যের বিরোধিতা করে আরএসএসের তরফে মানহানির অভিযোগ তুলে পার্থ চট্টোপাধ্যায়কে ক্ষমা চাইতে বলা হয়। নইলে আইনি পদক্ষেপের হুমকি দেওয়া হয়। পার্থ বাবু এই প্রেক্ষিতে কোনও বক্তব্য দেননি। এর পরেই বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। ক্ষেত্র সঙ্ঘচালক অজয় কুমার নন্দী এই মামলা করেছেন বলে জানা গেছে। সঙ্ঘ সূত্রে খবর, লখনউ এবং ভোপাল হাইকোর্টেও একই মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*