শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলায় আগামী চার সপ্তাহ সিবিআই কোনও পদক্ষেপ করতে পারবে না। জানিয়ে দিল বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দ মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। ওই নির্দেশে বলা হয়েছে, প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগ ১১ এপ্রিল কমিটি থেকে পদত্যাগ করতে চেয়ে যে চিঠি দিয়েছিলেন তাও গ্রহণ করা হচ্ছে না। বিচারপতি বাগের কমিটিকেই গ্রুপ-সি নিয়োগের মামলায় তদন্ত করে রিপোর্ট দিতে হবে। আদালতের এহেন নির্দেশে কার্যত হাঁফ ছাড়লেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷
এদিন ডিভিশন বেঞ্চ নির্দেশে জানায়, ৬ ডিসেম্বর ২০২১ সালে গ্রুপ-ডি সংক্রান্ত মামলায় প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছিল। ২৪ ফেব্রুয়ারি গ্রুপ-সি’তেও অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল ট্যাণ্ডনের ডিভিশন বেঞ্চ। বাগ কমিটি গ্রুপ-ডি নিয়োগের রিপোর্ট সাবমিট করলেও গ্রুপ-সি’র রিপোর্ট এখনও আসেনি। ফলে চার সপ্তাহের মধ্যে রঞ্জিতকুমার বাগের কমিটিকে গ্রুপ-সি নিয়োগের রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি তালুকদারের।
Be the first to comment