শেষপর্যন্ত এসএসকেএমে ভর্তি হতে হলো মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে৷ শনিবার ব্যাঙ্কশাল আদালতের নির্দেশে অসুস্থ প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে৷ গাড়ি থেকে নামার পর পার্থকে হুইলচেয়ারে বসিয়ে ভিতরে এসএসকেএম-এর কার্ডিওলজি বিভাগে নিয়ে যাওয়া হয়৷ সেখানে তাঁর শারীরিক পরীক্ষা চলে দীর্ঘক্ষণ৷ তারপরই পার্থ চট্টোপাধ্যায়কে আইসিইউ ভর্তি করেন চিকিৎসকরা৷
৬৯ বছর বয়সি তৃণমূলের মহাসচিব এমনিতেই নানা শারীরিক সমস্যায় ভুগছেন৷ তাঁর উচ্চ রক্তচাপ, থাইরয়েড, ডায়াবেটিস ও হৃদযন্ত্রে সমস্যা রয়েছে৷ এদিন গ্রেফতারের পর পার্থকে আদালতে নিয়ে যায় ইডি৷ সেখানে বুকে ব্যথা অনুভব করেন পার্থ৷ শুরু হয় শ্বাসকষ্ট৷ তাঁর চিকিৎসার প্রয়োজন বলে আদালতকে জানান পার্থর আইনজীবীরা৷ তাঁরা পার্থকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন৷
কিন্তু ইডি এর বিরোধিতা করে৷ তাদের দাবি ছিল, রাজ্যের যে কোনও কেন্দ্রীয় সরকারি হাসপাতালে চিকিৎসা হোক প্রাক্তন শিক্ষামন্ত্রীর৷ কিন্তু আদালত ইডির আবেদন খারিজ করে পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়৷ সেইমতো আদালত চত্বর থেকে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম৷
Be the first to comment