ইডি গ্রেফতার করেছিল পার্থ চট্টোপাধ্যায়কে। এবার তাঁর ঘনিষ্ঠের খোঁজে আয়কর দফতরের কর্তারা হানা দিলেন ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার একটি হোটেলে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি টাকা পাচার করতে এখানে এসেছেন বলে খবর পান আয়কর দফতরের কর্তারা। সেই খবরের উপর ভিত্তি করেই শুক্রবার হোটেলটিতে হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা।
আয়কর দফতর সূত্রে খবর, ইডির পক্ষ থেকে আয়কর দফতরকে খবর দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের কথা। ওই ব্যক্তি টাকা পাচার করতে ঝাড়খণ্ডের ভাণ্ডারা পার্ক এলাকার একটি হোটেলে উঠেছেন বলে খবর দেওয়া হয়। তবে আয়কর দফতরের কর্তারা সেখানে পৌঁছনোর কয়েক ঘণ্টা আগেই হোটেল ছেড়ে চলে যান ওই ব্যক্তি। ফলে খালি হাতে ফিরতে হয় তাঁদের।
কিন্তু তাঁকে না পেয়ে ভাণ্ডারা পার্কটির প্রবেশপথ সিল করে দেন তাঁরা। এই পার্কের মধ্যে একটি মালটিপ্লেক্স, হোটেল এবং একটি বিয়েবাড়ির হল রয়েছে। এই ব্যক্তি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে আয়কর দফতরকে জানিয়েছিল ইডি। এসএসসি নিয়োগ দুর্নীতির অভিযোগে কলকাতায় গত ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেফতার করে। ওই ব্যক্তি একটি সরকারি গাড়ি করে এখানে এসেছিলেন। সঙ্গে ছিল একটি বড় ব্যাগ। তবে সেখান থেকে তিনি চম্পট দিয়েছেন।
ঘটনা নিয়ে নামপ্রকাশে অনিচ্ছুক আয়কর দফতরের এক অফিসার বলেন, ‘বৃহস্পতিবার আট ঘণ্টা ধরে ওই ব্যক্তির খোঁজে হাজারিবাগের হোটেলটিতে তল্লাশি অভিযান চালায়। কিন্তু অভিযুক্ত ব্যক্তিকে ধরতে পারেননি। হোটেলের এক কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছেন আধিকারিকরা। ওই কর্মী তাঁদের জানিয়েছেন, পার্থ ঘনিষ্ঠ ব্যক্তিটি একটি সরকারি গাড়িতে কলকাতা থেকে এই হোটেলে এসেছিলেন। তাঁর সঙ্গে একটি বড় ভ্যাগ ছিল।’
Be the first to comment