বিজেপির নবান্ন অভিযানে প্রাক্তন সেনাকর্মী বলবিন্দর সিংয়ের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে রাজ্য রাজনীতিতে চলছে তরজা। আজ কলকাতায় এসে রাজ্যপালের সাথে দেখা করেন এক শিখ প্রতিনিধি দল।
এই নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল মহাসচিব রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন তিনি বলেন’ প্রতিদিনই রাজভবনে বসে বাংলাকে অপমান করছেন রাজ্যপাল। রোজই কুবাক্য বলেন। আজ শিখদের নিয়ে জঘন্য রাজনীতি করছেন। আগুন নিয়ে খেলছেন উনি।’
তিনি বলেন, ‘অতিমারীর সময়ে রাজ্যের উন্নয়ণের ধারা বজায় রেখে চলেছেন মুখ্যমন্ত্রী। এখন পায়ের তলায় মাটি হারিয়ে রাজভবনকে ব্যবহার করছে বিজেপি। রাজ্যপাল এখন দলীয় দায়িত্ব পালন করছেন। বাংলা সবাইকে নিয়েই চলে। শিখ সম্প্রদায়ের মানুষজনও ঘটনার নিন্দা করছেন। কিন্তু তার পরেও ওই ঘটনাকে যেভাবে চিহ্নিত করা হচ্ছে তা কাম্য নয়।’
Be the first to comment