অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করার বিরোধীশূন্য মন্তব্যের একটি ক্লিপিংস প্রকাশ করে বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় তোপ দেগেছিলেন তৃণমূলকে। তাঁর সেই বিষোদ্গারের জবাব দিয়ে তৃণমূল মহাসচিব তোপ দাগলেন দিলীপ ঘোষকে। অভিষেকের বক্তব্যকে সমর্থন করে পার্থ বলেন, আগে তো দিলীপ ঘোষকে গ্রেফতার করতে হবে, তারপর অন্য কথা। পার্থ চট্টোপাধ্যায় বলেন, পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে নানা উস্কানিমূলক কথাবার্তা বলে চলেছেন দিলীপ ঘোষ। কখনও তিনি বলছেন শ্মশানে পাঠাবেন, কখনও বলছেন সবাইকে বিধবা করে ছাড়বেন। আবার দিলীপ ঘোষের মতো বিজেপিরই কেউ কেউ ছ-ফুট গর্ত করে পুঁতে দেওয়ার কথা বলছেন। এসব কথার জন্য আগে তো বিজেপি নেতাদের গ্রেফতার করা হোক, তারপর কে কী মন্তব্য করেছেন, তা নিয়ে বিচার করা হবে।
এরপরই তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, তা নিয়ে কেন এত আপত্তি। যে খেলবে, সে তো জিততেই চাইবে। তাই চেয়েছেন তিনি। তাই তাঁর কথায় অন্যায় কোথায়। প্রকারান্তরে অভিষেকের বিরোধীশূন্য করার বার্তাকে সায় দেন দলের মহাসচিব। এবং উল্টে বিজেপি নেতাদের নানা কুরুচিকর ও উস্কানিমূলক কথাবার্তার সমালোচনা করেন।
এদিকে পুরুলিয়ার জঙ্গলমহলে বিজেপি কর্মী দুলাল দাসের আত্মহ্ত্যাকে খুন বলে চালানো হচ্ছে বলে অভিযোগ করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি চাইছে রাজ্যের সরকারকে কালিমালিপ্ত করতে, আর তাতে ইন্ধন দিয়ে মিথ্যা প্রচার করছে কোনও কোনও সংবাদমাধ্যম। পার্থ বলেন, মিথ্যা খবর প্রচার করা হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। মাও-ঝাও জোট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা চালাচ্ছে বিজেপি। বিজেপি ও কুৎসা প্রচারকদের বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারিও দিন তিনি।
Be the first to comment