নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে প্রেসিডেন্সি জেলে থাকছেন।সোমবার তাঁর জেল হেফাজত শেষস হওয়ায় তাঁকে আলিপুর আদালতে তোলা হয়। শুধু তিনি একা নন, তাঁর সাথে ছিলেন একই মামলায় অভিযুক্ত এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন সদস্য শান্তিপ্রসাদ সিনহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা সহ অন্যান্যরা।দীর্ঘদিন যাবৎ পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন করে আসছেন তাঁর আইনজীবী।আজও করেন। কিন্তু বিচারক জামিন বাতিল করে দেন এবং পার্থ- সুবীরেশ সহ সাতজনকেই ১২ ডিসেম্বর পর্যন্ত ফের জেল হেফাজতের নির্দেশ দেন।
পাশাপাশি সিবিআইয়ের তদন্তের গতি নিয়েও আদালতে প্রশ্নের মুখে পরতে হয়।বিচারক প্রশ্ন করেন, এতদিন এত ঢিলেতালে তদন্ত করা হচ্ছে কেন? আইনজীবী জামিনের আবেদন করার আগে প্রশ্ন তোলেন, “সিবিআইয়ের তদন্ত অফিসার নিজেই বলেছেন তিনি একা মানুষ। তিনি সামাল দিতে পারছেন না। তাদের ব্যর্থতার জন্য অভিযুক্ত কেন জেলে আটকে থাকবেন?”
একইসঙ্গে তিনি পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্কে বলেন, “পার্থর নাম এফআইআরে নেই, কোনওভাবে অভিযুক্তর তালিকায়ও তাঁর নাম নেই। অথচ ৭৫ দিন ধরে তাঁকে হেফাজতে রাখা হয়েছে।”
Be the first to comment