“শিক্ষা দফতরের কিছু বিষয় নিয়ে পার্থদার সঙ্গে কথা বলতে এসেছিলাম, অনেক দিন পর দেখা হয়েছে, কথা হয়েছে। খুব ভালো লাগছে। দলের সঙ্গে কিছু মতপার্থক্য ছিল। কিন্তু আমি তৃণমূলে নেই এটা কে বলল? তৃণমূলে ছিলাম, আছি। বৃহস্পতিবার, পার্থ চট্টোপাধ্যায়ের সাথে সাক্ষাতের পর বললেন কুণাল ঘোষ।” এদিন তিনি আরো বলেন, “আমি কি কোনওদিন বলেছি যে তৃণমূল ছেড়েছি। দুজন রাজনীতির লোক একসঙ্গে বসে কথা বলেছি তো রাজনীতি নিয়ে আলোচনা তো অবশ্যই হবে।” এদিন কুণাল ঘোষের সাসপেনশন প্রসঙ্গে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে, মহাসচিব বলেন, “সাসপেনশন উঠবে কিনা সে বিষয়ে আলোচনার জন্য নির্দিষ্ট ফোরাম আছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি এ বিষয়ে কিছু বলতে পারব না। শুধু এটাই বলব, সৌজন্য সাক্ষাৎ এটা।” এদিন পার্থ চট্টোপাধ্যায় আরো বলেন,
“ওনার বন্দি দশার লেখা একটা বই আমাকে উপহার দিয়েছেন, আর শিক্ষা সংক্রান্ত কিছু বিষয় ওকে কেউ কেউ দিয়েছিল সেগুলিও আজ আমাকে দিয়ে গেলো। সেগুলি নিয়ে আলোচনা করেছি।”
রিপোর্টার – রফিকুল জামাদার
Be the first to comment